কোনো প্রকার ভিপিএন ছাড়াই ফেসবুক আইডি ব্লাংক করবো কিভাবে? - RS Tech BD 17

 আসসালামু আলাইকুম। আপনাকে #RSTechBD17 তে স্বাগতম। আশা করি ভালো আছেন? আপনারা জানেন যে আমাদের এই RS Tech BD 17 একটি টেক সাইট। তাই আপনি এখানে অনেক হেল্পিং টিউন পাবেন, আজ তেমনি আপনাদের মাঝে হাজির হলাম একটি নতুন ট্রিকস নিয়ে। খুব মনোযোগ দিয়ে ট্রিকসটি Follow করার অনুরোধ রইলো। তো শুরু করা যাক,

Cover Photos


আজকের টিউনটির বিিিষয় হলোঃঃ কোনো প্রকার ভিপিএন ছাড়াই ফেসবুক আইডি ব্লাংক করবো কিভাবে?

এর জন্য আমাদের প্রয়োজনঃঃ

মোবাইল ফোন অথবা পিসি, ইন্টারনেট কানেকশন, ফেসবুক আইডি এবং ফেসবুক লাইট অ্যাপস। এগুলো তো আমরা সবাই জানি সো কেনো সময় নষ্ট করছি?  চলুন মুল বিষয়ে আশা যাক।আমি আপনাদের মাঝে আমার এই নতুন ট্রিকসটি শেয়ার করব।

কিছু কথাঃ

আমি আজ আপনাদের কে দেখাবো আপনারা কিভাবে - " কোনো প্রকার ভিপিএন ছাড়াই ফেসবুক আইডি ব্লাংক করবেন " পুুুরো টিউনটি মনোযোগ দিয়ে পড়ার জন্য অনুরোধ করা হলো নয়ত পারবেন না। তাই প্রথমেই ভালো করে টিউনটি দেখে বুঝে কাজে নেমে পড়ুন।আর বেশি কথা বলব না। 
 তো চলুন শুরু করা যাক..............
প্রথমে আমরা ফেসবুক লাইট অ্যাপে চলে যাব,অবশ্যই যে আইডিটির নাম ব্লাংক করবেন সেটি লগইন করা থাকতে হবে।এরপরে আমরা চলে যাব সেটিংস অপশনে।
সেটিংসে যাওয়ার পর স্রখানে থাকা প্রথম অপশনটি মানে (personal information) option এ ক্লিক করব। 
তারপর সেখানএ আমরা আরো কিছু অপশন দ্রখতে পাবো, সেগুলো বাদ দিয়ে টপে থাকা অপশনটি খেয়াল করলে দেখতে পাবেন সেখানে আপনার আইডির বর্তমান প্রফাইল নাম টি সো করছে। তার ডানপাশে (Edit) লেখা একটা অপশন পাবো তখন আমরা সেখানে ক্লিক করবো। তখন নাম চেঞ্জ করার জন্য ৩টি টেবিল/ঘর সো করবে।আর তা'তে আমাদের বর্তমান প্রফাইল নাম থাকবে।
তখন আমরা সেই নাম মুছে দেব/রিমুভ করব। এরপরে প্রথম ও শেষ টেবিল দুটোয় আমরা এই অর্ধেক ব্লাংক সিম্বল টি পেস্ট (paste) করব। 
এরপরে ওকে করে দিবো।
এখন নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন আমাদের ট্রিক্সটি সাক্সেস্ফুল হয়েছে, তখন নিছেই দেখবেন আরেকটা ফাকা বক্সে আমাদের পাসওয়ার্ড দিতে বলছে।
তখন আপনি নিজের উক্ত আইডিটির পাসওয়ার্ড দিয়ে আবার ওকে করে দিবেন। এরপরে নিজের প্রফাইলে ব্যাক এসে দেখুন অথবা রিফ্রেশ করুন দেখতে পাবেন আপনার আইডিটি অর্ধেক ব্লাংক (Half Blank) হয়ে গেছে। 
কি দারুণ না ট্রিক্সটি?
আরো সহজভাবে বলছিঃঃ
Settings> personal information > name edit > এরপর প্রথম ও শেষের বক্সে ব্লাাংক সিম্বল দিয়ে > review change >  উক্ত আইডির পাসওয়ার্ড দিন ফাকা ঘরটিতে > save change > DONE🙂🥰

এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি কি করতে হবে? না বুঝে থাকলে আরো সহজ ভাবে বোঝার জন্য এই ভিডিওটি দেখতে পারেনঃ 

আশা করি এরপরে আর বুুঝতে অসুবিধা হবেনা।❤️

যা যা প্রয়োজনঃঃ
(1) Facebook Lite Apk:  Download
(2) Half Blank Symbol: প্রথম বক্সঃ (ﹺ                         ﹺ) 
দ্বিতীয় বক্সঃ (ফাকা রাখুন)
তৃতীয় বক্সঃ (ﹺ                         ﹺ) 

দুটি কথাঃ
হ্যালো বন্ধুরা এই ট্রিক্সটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি সুন্দর কমেন্ট করবেন এবং এই পোস্টটি শেয়ার করবেন।এতে আমাদের আগ্রহ বাড়বে আপনাদের মাঝে আরো নতুন কিছু শেয়ার করার। নিত্যনতুন আপডেট সবার আগে পেতে আমাদের এই ওয়েবসাইটটি আপনি ই-মেইল দিয়ে ফলো করে রাখতে পারেন।ধন্যবাদ

Tags......
#FacebookBlankId, #HalfBlank, #InvisibleIdCreat, #StylishNameId, #BestTrick2021

Post a Comment

0 Comments