আসসালামু আলাইকুম। আপনাকে #RSTechBD17 তে স্বাগতম। আশা করি ভালো আছেন? আপনারা জানেন যে আমাদের এই RS Tech BD 17 একটি টেক সাইট। তাই আপনি এখানে অনেক হেল্পিং টিউন পাবেন, আজ তেমনি আপনাদের মাঝে হাজির হলাম একটি নতুন ট্রিকস নিয়ে। খুব মনোযোগ দিয়ে ট্রিকসটি Follow করার অনুরোধ রইলো। তো শুরু করা যাক,


আমাদের আজকের টিউনটি হলোঃ নতুন বছরের জন্য কভার ফটো ডিজাইন করুন খুব সহজে।। RS Tech BD 17 ।। 

কভার ফটো ©সাথী চৌধুরী 

নতুন বছর উপলক্ষে ফেসবুক নিউজফিড ছেয়ে যাবে NEW YEAR 2021 এর পোস্ট এবং ডিজাইনে, সবাই নিজের টাইমলাইনে সুন্দর সুন্দর ডিজাইন আপলোড করবে। সেখানে থাকবে তাদের নিজের নাম সাথে আবার ফটোও। কিন্তু সবাই তো এডিটিং পারেনা,তাইনা? 

কিন্তু তারাও যাতে এরকম ডিজাইন করতে পারে খুব ইজিলি।সেই জন্যি আজকের আমাদের এই টিউনে আপনাদের যথাসাধ্য সাহায্য করার চেষ্টা চালিয়েছি। আপনি মোবাইল ফোনের PixelLab অ্যাপ এর মাধ্যমে আমাদের দেওয়া (.Plp) ফাইলটি নিজের ইচ্ছামতো Edit করে নিজের ফটো, নাম বসিয়ে দিতে পারবেন।

তো আর কথা না বাড়িয়ে চলুন ট্রিকসটা জেনে নেওয়া যাকঃ

এই কাজের জন্য আপনার দুটি জিনিসের প্রয়োজন হবে, (1) Pixellab Apk & (2) .Plp file

আমি সবগুলোর লিং নিছে দিচ্ছি 👇

(1)  Pixellab Apps :- Download

(2) Plp File :- Download

এরপর সবগুলো ডাউনলোড করা শেষে আমরা Pixellab apps টি মোবাইলে install করে ওপেন করবো। 
চিত্রঃঃ ১

তারপর চিত্রঃঃ১ এর মতো লাল চিহ্ন দেওয়া (my projects)  ফোল্ডারে ক্লিক করব।যারা নতুন পিক্সেল্লাব ব্যবহারকারী তাদের প্রথমেই এই অপশন টা আসবেনা,এর জন্য যা করতে হবে, আপনি যা পারেন edit করে my project folder এ সেইভ করে রাখবেন,। এরপর, 
চিত্রঃ২

চিত্রঃ২ এ চিহ্নিত করার মতো একটা অপশ্ন পাবেন (.plp) লেখা।সেখানে ক্লিক করে আপনার ইন্টারনাল মেমোরিতে চলে যাবেন, তখন আপনি উপরের লিংক থেকে যে PLP file টা ডাউনলোড করেছিলেন ওটা যে ফোল্ডারে আছে খুজে বের করে ক্লিক করুন। তারপর আপনি নিছের চিত্রঃ৩ এর মতো পেইজ পাবেন, এখানে সব কিছুই আনলক করা, দেখতেই পাচ্ছেন?
এখানে আপনি আপনার নিজের ইচ্ছা মতো এডিট করতে পারবেন,খুব সহজেই আর অনেক সুন্দর ভাবে🥰😍
চিত্রঃ৩


নামের যায়গায় নিজের নাম বসিয়ে দেবেন, ছবির যায়গায় নিজের ছবি,ব্যাস হয়ে গেলে আপনার Happy New year Poster Design করা।
চিত্রঃ৪


এরপরে সবশেেষ চিিিত্রঃঃ৪ এ চিিিহ্ন দেেওয়া option থেেেেকে ফটো টি সেেেেইভ করে নিিিন নিিিজের ফোননে।
তারপরে আপলোড করুন এবার সোশ্যাল মিডিয়ায়। 

আজ এই পর্যন্তই। আমাদের এই ট্রিকসটি যদি আপনার একটুও কাজে লেগে থাকে তবে কমেন্ট/শেয়ার করে উৎসাহ দিবেন। 

বিঃদ্রঃ আপনি চাইলে আমাদের সাইটটি ই-মেইল দিয়ে ফলো করে রাখুন, তাহলে আমরা কোনো নতুন টিউন আপলোড করলে সবার আগে পেয়ে যেতে পারেন। ভালো থাকবেন।খোদা হাফেজ. ❤️