আসসালামু আলাইকুম। আপনাকে #RSTechBD17 তে স্বাগতম। আশা করি ভালো আছেন? আপনারা জানেন যে আমাদের এই RS Tech BD 17 একটি টেক সাইট। তাই আপনি এখানে অনেক হেল্পিং টিউন পাবেন, আজ তেমনি আপনাদের মাঝে হাজির হলাম একটি নতুন ট্রিকস নিয়ে। খুব মনোযোগ দিয়ে ট্রিকসটি Follow করার অনুরোধ রইলো। তো শুরু করা যাক,

Free Plp

আজকের পোস্টের বিষয় হলোঃ মোবাইলের মাধ্যমে নিজের ছবি ও নাম ব্যাবহার করে ফেসবুক কভার ফটো 'র ডিজাইন । আপনি যদি এই পোস্টটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়েন তবে আশা করি আপনি এখন থেকে নিজে নিজেই PixelLab (.plp) project ফাইল দিয়ে অসাধারণ সব ডিজাইন করতে পারবেন। তাও আবার আপনার হাতের মোবাইলটির মাধ্যমেই।

এখন আমরা আসি পোস্টটির মুল বিষয়েঃ

আপনাকে এই ডিজাইনটী সম্পুর্ণ করতে যা যা লাগবে, তা হলো:

  • PixelLab Apk
  • Mobile Phone
  • 21th Fabruary (.plp) project
  • Remove.bg

পোস্টের নিচে প্রয়োজনীয় জিনিস গুলির লিংক দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে নিবেন৷ 

এরপরে আপনার ফোনে PixelLab Apps টি ওপেন করে সদ্য ডাউনলোড করা (.plp) ফাইলটি অ্যাড করে নিন। তারপর পি এল পি ফাইলের উপর ক্লিক করে এডিটিং শুরু করুন।

তার আগে আপনার ফোনের যে কোনো ব্রাউজারে গিয়ে remove.bg লিখে সার্চ করুন। দ্রখবেন একটা ওয়েবসাইট চলে এসেছে। সেখানে Upload Photo নামে একটা অপশন দেখতে পাবেন। ওই অপশনে ক্লিক করলে আপনার ফোনের গ্যালারি তে চলে যাবে।

এবার আপনি আপনার যেই ছবি টি ২১শে ফেব্রুয়ারির পোস্টারে দিতে চান সেটি খুজে তা তে ক্লিক করুন। ব্যাস, এরপর কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখতে পাবেন আপনার ফটো টির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। 

এবার একটু নিচে স্ক্রল করলেই দেখতে পাবেন Download Option. আপনি সেখানে ক্লিক করে ফটোটি ডাউনলোড করে নিন।

এখন আবার চলে আসুন PixelLab Apps এ। তারপর আপনি দেখতে পাবেন (.plp) project ফাইলটিতে একটি ব্লাক কালারের মানুষের ফটো আছে,সেটা আপনি ডিলিট করে দিন। এরপর আপনি একটু আগে remove. bg থেকে যেই ফটো টির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলেন সেই ফটোটি গ্যালারি থেকে পিক্সেল্যাব অ্যাপস এ আনুন।এরপর ফটো টি আপনার পছন্দ মতো সঠিক জায়গায় বসিয়ে দিন।

এরপরের কাজ হলো নাম।নিজের নাম ডিজাইনটিতে বসাতে সেখানে আগে থেকে থাকা নামটিও ডিলিট করে দিন,। 



তারপর new text নিয়ে সেখান থেকে আপনার নিজের নাম লিখে ডিজাইন টিতে বসিয়ে দিন।

ব্যাস এবার আপনার ডিজাইন কম্পিলিট। 

এবার আপনি ডিজাইন টি আপনার ডিভাইসে সেইভ করে নিন।

আরো পড়ুনঃ (.plp) project ফাইল কিভাবে ব্যবহার করবেন??

আশা করি পোস্টটি আপনার ভালো লেগেছে।যদি পোস্টটি আপনার প্রয়োজনীয় মনে হয় তবে সুন্দর একটি কমেন্ট করে আমাদের উৎসাহ প্রদান করবেন।আবার আসবো আরেকদিন আরো একটি নতুন টিউন নিয়ে।ততদিন পর্যন্ত ভালো থাকুন, স্বুস্থ্য থাকুন।আল্লাহ হাফেজ।